রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
সাংবাদিক এম শাহজাহান মিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০:০১ AM
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব খ্যাতনামা সাংবাদিক এম শাহজাহান মিয়া আর নেই।

বর্ষীয়ান এই মুক্তিযোদ্ধা সাংবাদিক বুধবার রাত ১০টার দিকে রাজধানী রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ বৃহস্পতিবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাবে শাহজাহান মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এম শাহজাহান মিয়া ১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দি পিপল’পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসে চাকরিকালীন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিপ্লোমা ও ১৯৭৫ সালে মাস্টার্স করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ১৯৯৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০০০ সালের ২২ এপ্রিল পর্যন্ত বাসস থেকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য।

এম শাহজাহান মিয়া ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ছিলেন। এর আগে ১৯৮৪ ও ১৯৮৫ সালে দু’বার ডিইউজের সাধারণ সম্পাদক ছিলেন।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ও পুনর্বহাল ফি কমলো
সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মায়ের মৃত্যুতে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলরের শোকবার্তা
বারি’তে সাইন্স কমিউনিকেশন ট্রেনিং
বিএনপির আল্টিমেটাম: খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে
আউলিয়া ঘাট ট্র্যাজেডি: নকশাতেই আটকে আছে সেতু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft