রবিবার ৬ অক্টোবর ২০২৪
নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৭:৩০ PM
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ওমর ফারুক নামে এক অটোরিকশা (সিএনজি) চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বগুড়া সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে। তিনি মাঝগ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, তার বাড়ির কাছে একটি বৈদ্যুতিক খুঁটির ড্রপ তার নিচ দিকে ঝুলেছিল। ওমর ফারুক কাঁচা বাঁশ দিয়ে ওই তার ওপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ওমর ফারুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর