ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৬:২৭ PM
ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর সামাদ (৭০) নামের এক কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কণা বালাপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কণা বালাপাড়া গ্রামের আব্দুর সামাদ ও তার ছেলে আমন ধান রোপণ করতে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ মোটরে সংযোগ দিতে যান। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তার ছেলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভাউলাগঞ্জ বাজারে স্থানীয় গ্রাম্য চিকিৎসক এর কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকালের খবর/ওআর