মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
গলাচিপা পৌরসভার বাজেট ঘোষণা
অটল চন্দ্র পাল, গলাচিপা
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৮:২৮ PM
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৭০ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। 

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে রাজস্ব খাতে আয় দেখানো হয় ৬ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা। উন্নয়ন সহায়তা খাতে আয় দেখানো হয় ২ কোটি ৭০ লাখ ২২ হাজার ৫০০ টাকা ও প্রকল্প খাতে আয় দেখানো হয় ৬১ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা এবং প্রারম্ভিক তহবিল থেকে প্রাপ্ত ২৩ লাখ ৮৩ হাজার ৮৬৪ টাকা ৬৬ পয়সা। এসময় ব্যয় তুলে ধরেন ৭০ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয় ১৫ লাখ ৬৯ হাজার ৩৬৪ টাকা। 

বাজেট সভায় পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যানগণ, পৌরসভার সকল কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার নাগরিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

আজকালের খবর/ওআর