প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ১২:৫৯ PM
আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে মালয়েশিয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে (নেগারায়) ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ নেগারায় নামাজে অংশ নেন দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে আছেন অনেক বাংলাদেশিও। বিদেশে থাকলেও তাদের মন পড়ে রয়েছে বাংলাদেশে।
নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন খতিব। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।
রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে অনেক জায়গায় প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সেদেশে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
আজকালের খবর/বিএস