
রোটারি নতুন বর্ষ (২০২৩-২৪) উপলক্ষে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিজি শহীদ আহমদ চৌধুরী।
তিনি তার বক্তৃতায় বলেন, রোটারি পুরো বিশ্বে মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে। মানুষের মৌলিক নিশ্চিত করার জন্য রোটারি প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-চিকিৎসা-স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রোটারির অনবদ্য অবদান শতাব্দীর সেরা আশীর্বাদ। একটি আলোকিত পৃথিবী নির্মাণে রোটারির প্রতি বছরের কর্মসূচি নতুন দিগন্তের সূচনা করবে।
সভায় ডিস্ট্রিক্ট (৩২৮২)গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমানের পক্ষে ডিস্ট্রিক্ট চেয়ার এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ২০২৩-২০২৪ রোটারি বর্ষের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, মানুষের সেবা ও কল্যাণের লক্ষ্যে রোটারি জেলা ৩২৮২ বহুমাত্রিক কার্যক্রম অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ নতুন রোটারি বর্ষে ১০টি লক্ষ্য অর্জনে কাজ করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে ৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেগুলো হলো- গৃহ নির্মাণ, মেডিকেল ক্যাম্প, মাদক প্রতিরোধে সেমিনার, ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান,২৫টি ডায়োলোসিস মেশিন স্হাপন, স্তন ক্যান্সার স্কিনিং এবং খৎনা ক্যাম্প, আবাসন প্রকল্প স্হাপন,পাবলিক টয়লেট নির্মান, ডাষ্টবিন বিতরণসহ সবুজ প্রকল্প স্হাপন।
এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের তার বক্তব্যে রোটারির সেবা ও জনকল্যাণমূলক কাজ গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন বর্ষে আরো বেশি সহযোগিতার অনুরোধ জানান।
এতে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এরিয়া ডিরেক্টর পিপি এ কে এম শামসুল হক দীপু, জোনাল কো- অর্ডিনেটর পিপি এ এইচ আর রব্বানি, জোনাল কো- অর্ডিনেটর কাওছার হোসেন শাহিন, জোনাল কো- অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান ফয়সল করিম মুন্না, রোটারিয়ান সাহেদ হোসাইন রোটারিয়ান মোঃ মাসুম চৌধুরী, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান ফুয়াদ মোঃ খাইরুল ইসলাম, রোটারিয়ান হাসান কবির চৌধুরী, রোটারিয়ান মামুনুর রশিদ, রোটারিয়ান এডভোকেট আজিম উদ্দিন, রোটারিয়ান মোঃ আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান আলমগীর হোসেন, রোটারিয়ান মোঃ মকসুদুর রহমান, রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ,রোটারিয়ান ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার প্রমুখ।
আজকালের খবর/বিএস