প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ দ্বারা অনুপ্রাণিত একটি চলচ্চিত্র বিতর্কের জন্ম দেওয়ার পরে নেপালের রাজধানীর মেয়র বিপুল জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের উপর সোমবার নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির কাঠমন্ডুর মেয়র বালেন্দ্র শাহ।
শুক্রবার হিন্দি এবং অন্যান্য চারটি ভারতীয় ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ চলচ্চিত্রের সংলাপের লাইন নিয়ে সমালোচকরা বিষয়টি নিয়ে বেশ সিরিয়াস হয়ে ওঠেন।
সীতা নেপালের একটি দক্ষিণ জেলা জনকপুরে জন্মগ্রহণ করেছিলেন বলে হিন্দু পৌরাণিকে সকলেই বিশ^াস করেন। কিন্তু চলচ্চিত্রটিতে দেখানো হয় সীতা ভারতে জন্মগ্রহণ করেছিলেন- যার ফলশ্রুতিতে কাঠমান্ডুতে ক্ষোভের সৃষ্টি হয়। এরফলে মেয়র সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেন।
ছবিটি মুক্তির আগে, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ সতর্ক করে দিয়েছিলেন যে সিনেমায় আপত্তিকর এই অংশ সংশোধন বা সঠিক না করলে নেপালি দর্শকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যদিও দেশটির সেন্সরবোর্ড আপত্তিকর সংলাপগুলো কেটে দিয়েছিলো। তারপরও ধর্মীয় অনুভূতিতে আঘাত সারাতে পারেনি মেয়র। কারণ নেপালের বাইরে অপরিবর্তিত ছিল। ফলে নিজের ক্ষমতার এক ঝলক দেখালেন তরুন এই মেয়র।
‘অখণ্ড ভারত’র পালটা প্রতিবাদে নিজ কার্যালয়ে ‘অখণ্ড নেপাল’ মানচিত্র লাগিয়ে পুরো ভারতকে চমকে দেওয়া কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ (৩৩) রবিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শুধুমাত্র কাঠমান্ডু পৌরসভায় এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করা যখন এটি দেশের অন্যান্য অংশে এবং বিদেশে চলে তা একটি বিভ্রান্তিকর সত্য প্রতিষ্ঠা করবে।’
‘তাই আগামীকাল (সোমবার) থেকে কাঠমান্ডু পৌরসভায় যে কোনো ভারতীয় ছবির প্রদর্শন নিষিদ্ধ থাকবে যদি না ছবিটি থেকে আপত্তিকর অংশ সরানো হয়।
নেপালে চলচ্চিত্রটির পরিবেশক, শ্রী ভ্যাঙ্কটেশ এন্টারটেইনমেন্ট সত্যতা নিশ্চিত করে জানিয়েছে- অন্যান্য বেশ কয়েকটি শহর ও শহরের সিনেমা হল ‘নিরাপত্তার উদ্বেগের কারণে’ ‘আদিপুরুষ’ প্রদর্শন স্থগিত করেছে।
অবশ্য নেপালের বৃহত্তম সিনেমা চেইন কিউএফএক্স সিনেমাসের প্রতিষ্ঠাতা নকিম উদ্দিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন- ইতিমধ্যে তারা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছেন।
নকিম বলেন, ‘ঘোষণাটি কাঠমান্ডুতে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনকে বিঘ্নিত করেছে, তবে আমরা এর বিরুদ্ধে আদালতে যাচ্ছি।’
এরআগে ভারতের অন্যান্য জায়গায়তেও সিনেমাটি গল্প নিয়ে প্রতিবাদ ওঠে। বিভিন্ন প্রদেশে সিনেমাটি না চালাতে প্রধাণমন্ত্রী বরাবর চিঠিও দিয়েছে সর্বভাতরতীয় চলচ্চিত্র সংশ্লিষ্টগণ। এর পক্ষে বিপক্ষেও চলছে জোর তদবির। এসবের তোপে যদিও চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লা এবং ছবির প্রযোজক ‘আপত্তিকর’ সংলাপ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু কারোই মন গলেনি তাতে।
স্পেশাল ইফেক্টের উপর ভারী, ছবিটি তৈরি করতে প্রায় ৬১ মিলিয়ন রুপি খরচ হয়েছে এবং এটি মুক্তির প্রথম দুই দিনে প্রায় অর্ধেক সংগ্রহ করেছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী বিভিন্ন রাজ্যে ক্ষোভের মুখে পড়ায় ফ্লপের তকমা সেঁটে যাচ্ছে ‘আদিপুরুষ’।
প্রসঙ্গত, গৌতম বুদ্ধের জন্মস্থান বিতর্ক নিয়ে ২০০৯ সালে বলিউডের ‘চাঁদনি চক টু চায়না’ নিষিদ্ধ করেছিলো নেপাল। পরবর্তীতে ২০১২ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এলে হিমালয় জাতিতে নয়াদিল্লির প্রভাবকে রোধ করার জন্য বলিউডি সিনেমার ব্যাপারে কঠোর অবস্থান নেয় দেশটি।
আজকালের খবর/আতে