বুধবার ৪ অক্টোবর ২০২৩
ফ্রান্স-বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক যাত্রা
রেজাউল করিম, ফ্রান্স
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৭:৪২ PM
আইসিসি স্বীকৃতিপ্রাপ্ত ফ্রান্সে ক্রিকেট বোর্ডের আয়োজনে যাত্রা শুরু করল ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ২৪টি দলের অংশগ্রহণে এ প্রিমিয়ার লিগে বাংলাদেশি দলের সংখ্যা আটটি ।

রাজধানী প্যারিসের সার্সেল এলাকার একটি ক্রিকেট মাঠে আনুষ্ঠানিকভাবে জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল এ টুর্নামেন্ট। উদ্বোধনি অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তাসহ ক্রীড়ামোদী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কূটনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লীগ (এফবিপিএল) টুর্নামেন্টের যাত্রা শুরু।

দূতাবাসের হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম বলেন, এই প্রথমবারের মতো এত বড় পরিসরে বাংলাদেশের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের এ আয়োজন নিঃসন্দেহে ফ্রান্সের মূল ধারায় একটি ব্যতিক্রমী মাইলফলক তৈরী করবে। স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে এ আয়োজনের মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরো স্পষ্ট পরিচয় এনে দিয়েছে। আগামী প্রজন্ম এ থেকে আরো উৎসাহ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ফ্রান্সে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান বলেন, এ আয়োজন এখানকার ক্রিকেটকে বিশ্বে আরো উপরে নিয়ে যাবে, সেই সাথে আন্তঃসামাজিক সম্পর্ককে দৃঢ় করবে।

ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজকরা বিশ্বাস করেন, একজন ক্রীড়াবিদ বিশ্ব দরবারে একটি দেশ ও জাতিকে সুনামের সাথে তুলে ধরতে পারে।

বক্তারা বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে এখানকার ক্রিকেটের পরিধি কিংবা পরিসীমা আরো বাড়বে। বিশেষ করে ফ্রান্সের ক্রিকেটকে বিশ্ব দরবারে আরো সু সংগঠিত কিংবা সুনামের সঙ্গে তুলে ধরতে এই আয়োজন বড় ভূমিকা পালন করবে।

প্রথমবারের মতো মূলধারার এই ক্রিকেট টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সর করছে শাহ গ্রুপ ও মির্জা গ্রুপ নামের বাংলাদেশি মালিকানাধীন দুই প্রতিষ্ঠান।

শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) বলেন, ফ্রান্স বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই আয়োজনও ইতিহাসের অংশ হিসেবে থাকবে বলে আমি মনে করি।

পঞ্চাশের অধিক দল থেকে বাছাই করে ২৪ টি দলকে সুযোগ দেওয়া হয় এই টুর্নামেন্টে খেলার জন্য।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
আরও কমলো সোনার দাম
বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
শ্বাসরুদ্ধকর ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft