সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
রনজু আহমেদ, সিংড়া (নাটোর)
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৪:৪৩ PM
নাটোরের সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সিংড়া পৌরসভার হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ করেন সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন। মোট ৫৩ কোটি ৭ লাখ ৭১ হাজার টাকার বাজেট পেশ করা হয়। 

সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, গোলই আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ, সিনিয়র শিক্ষক বিজয় সাহা, প্রফেসর সুষান্ত কুমার সাহা প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাউন্সিলর ও গণ্যমাধ্যম কর্মীরা।

আজকালের খবর/ওআর