প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ৩:৩১ PM আপডেট: ১১.০৬.২০২৩ ৩:৩৮ PM

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন জুলাই মাস থেকে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে (আবুধাবিতে) ও বাংলাদেশ কনস্যুলেটে (দুবাইয়ে) এর জন্য প্রস্তুতি চলছে। জুন মাসে প্রস্তুতি শেষ করে ১ জুলাই থেকে আবেদন নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সেখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর জানিয়েছেন।
এ সময় প্রবাসীরা অনলাইনের মাধ্যমে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমার সঙ্গে সঙ্গেই বায়োমেট্রিক তথ্য দেওয়ার দিনক্ষণ জানতে পারবেন আবেদনকারীরা। অনলাইনে আবেদন করার পর হার্ডকপি নিয়ে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান করাতে হবে বলেও জানা যায়।
নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হলেও শিগগিরই পুরোনো জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন সম্ভব হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বছর খানেকের মধ্যে দূতাবাস বা কনস্যুলেট থেকে সংশোধন করা সম্ভব হবে না। পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।
আবেদনের সঙ্গে প্রবাসীকে প্রসেসিং ফি বাবদ ৫০ দিরহাম দিতে হবে। এ ছাড়া হোম ডেলিভারি সেবাগ্রহণের ক্ষেত্রে আরও ১৫ দিরহাম ফি যোগ হবে বলে দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ মে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে আটজন প্রবাসীকে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজকালের খবর/ওআর