বুধবার ৪ অক্টোবর ২০২৩
স্মার্ট সিটির প্রত্যাশা জানিয়ে ফ্রান্সে আনোয়ারুজ্জামানের নৌকার পক্ষে প্রচারণা
ইসরাত জাহান, ফ্রান্স
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৭:৪৬ PM আপডেট: ১০.০৬.২০২৩ ৭:৫৭ PM
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমর্থনে ফ্রান্সে বসবাসরত সিলেটবাসীর উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আজ শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সিলেট শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পাশাপাশি সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি শহর হিসেবে গড়ে তুলবেন। 

এ সময় তারা আগামী ২১শে জুন নৌকার আনোয়ারুজ্জামানকে  বিজয়ী করার আবেদন জানিয়ে বলেন- তিনি নির্বাচিত হলে সারা বিশ্বে সিলেট বাসিসহ বাংলাদেশীদের মুখ আরও উজ্জ্বল হবে।

একই সঙ্গে তারা আরও বলেন ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতেও আনোয়ারুজ্জামানকে বিজয়ী করা দরকার। 

ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কায়েছের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফয়ছল উদ্দিন ও  সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ,ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন , সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ জুবের, সাইদুর রহমান সাঈদ, সালেহ আহমদ , বিলাল আহমদ, মনসুর আহমদ , কামরুল হাসান সেলিম , ইকবাল হোসেন সুমন, জয়নুল আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা এখন সিলেটে অবস্থান করছেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
দিল্লি কি জোর করে নির্বাচন করতে বলেছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft