বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
আদমদীঘিতে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৪:২৬ PM
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১টায় উপজেলা পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুনিরা সুলতানার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিরুল ইসলাম, সান্তাহার কলসা আহসানউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির বাদশা। 

এ সময় সান্তাহার কলসা আহসানউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর