প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:৪১ PM

সিলেটের মালনীছড়া চা বাগানের সড়কের পাশে তাজা গ্রেনেড পাওয়া গেছে।
রবিবার (৪ জুন) রাতে গ্রেনেডটির সন্ধান পায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, গ্রেনেডটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মোতায়েন করে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, গ্রেনেডটি ধ্বংসের জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে চিঠি দেওয়া হয়েছে। আজ (৫ জুন) এটি ধ্বংস করা হতে পারে।
এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজকালের খবর/বিএস