প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:০৮ AM আপডেট: ০৫.০৬.২০২৩ ১২:১১ AM
চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষমতার দ্বন্দ্ব বেশ পুরনো। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের চাঙা রাখতে দুই দেশ সেই বৈরিতা পুষেও রাখছে সযত্নে। তবে এবার চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু জানালেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চায় না। এই চীনা মন্ত্রীর দাবি, দুই পরাশক্তির সংঘাত বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনবে।
সিঙ্গাপুরে এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা সম্মেলন ‘সাংগ্রি-লা ডায়ালগ’-এর শেষদিন তিনি এই মন্তব্য করেন।
এর আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।
সাংফু বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ রয়েছে। তাই বলে অভিন্ন স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা গভীর করার চেষ্টা করা থেকে বিরত থাকা ঠিক হবে না। এটা অস্বীকার করার উপায় নেই যে, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনবে।
তবে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাফ কথা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ-চলাচলের স্বাধীনতার অজুহাতে নৌপথে আধিপত্য দেখানোর সুযোগ নিতে দেবে না চীন। সূত্র: বিবিসি
আজকালের খবর/বিএস