বুধবার ৪ অক্টোবর ২০২৩
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩, ৬:৫৬ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জার্মানি শাখার উদ্যোগে শনিবার (৩ জুন) ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার উপস্থাপনায় এতে বক্তারা শহীদ জিয়ার জীবনের উপর আলোকপাত করে বলেন, দেশ ও জনগনের কল্যাণে শহীদ জিয়া তার জীবন উৎসর্গ করে গেছেন। স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব তার ওপর অর্পিত হলে তিনি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করে বিশ্বের দরবারে আমাদেরকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, শ্রমশক্তি এবং তৈরী পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের পথ সুগম করেছিলেন। শহীদ জিয়ার সেই শান্তিপুর্ণ সহঅবস্হানের গণতান্ত্রিক বাংলাদেশকে আজ বাকশালীরা ভয়ের জনপদে পরিণত করে একদলীয় শাসন ব্যাবস্থা কায়েমের পায়তারা চালাচ্ছে। তাইতো নির্যাতিত নিস্পেষিত গণতন্ত্র প্রিয় বাংলার জনতা আজ এক অদম্য শক্তিতে রাজপথে নেমে এসেছে জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। 

তারা বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করে দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দিয়েছে, শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে একদলীয় হিংস্র শাসন অঘোষিত বাকশাল চালু করেছে। মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে জনমনে চরম অশান্তি ও হতাশা নেমে এসেছে। দেশের অর্থনীতি এবং আর্থিক প্রতিষ্ঠান গুলি দুর্নীতি আর লুট পাটের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। জ্বালানি তেল, বিদুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান উধ্বগতিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পরেছে অন্যদিকে চলছে লুটপাটের মহৌসব। এ অবস্হায় বিরোধীদল সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে সরকার আর সরকারি দলের অন্যায়, অবিচার, জেল, জুলুম নির্যাতন, হামলা মামলা, লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো এবং তাদের দাবী দাওয়া তুলে ধরার চেষ্টা করছে, সরকার জনগণের সেই সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার নির্বিঘ্ন করতে বাধাদান করছে। ৫২ বছরের অর্জিত সুনামটুকু কলংকিত করেছেন আমাদের সুসংগঠিত রাষ্ট্রীয় বাহিনীর ওপর স্যাংশন আর জাতির ওপর আমেরিকা কর্তৃক ভিসা প্রদানে প্রতিবন্ধকতা জারির ঘোষনার মাধ্যমে। 

এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ড. আমানউল্লাহ, ফিরোজ কোরাইশী মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, মো. কাওসার শামীম, মন্জু সরকার, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব, রিয়াদ খন্দকার দেলোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে এক পর্যায় বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজকালের খবর/টিএস/আরইউ








সর্বশেষ সংবাদ
প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: কবিতা খানম
ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ ‘গুরুতর’: যুক্তরাষ্ট্র
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
পি কে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft