প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩, ৪:৩২ PM

ফেনীতে শেখ ফরিদ নামে ১৬ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি টিম।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন শনিবার রাতে ফেনী লালপোলে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, হত্যার চেষ্টা, অপহরণসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সে সোনাগাজীর পশ্চিম চর চান্দিয়ার মো. মোস্তফার ছেলে। গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে ফেনীসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে দীর্ঘদিন আত্মগোপন করে ছিল।
তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যার চেষ্টা, অপহরণ এবং অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সর্বমোট ১৬ টি মামলা রয়েছে।
যার মধ্যে ফেনী জেলার সোনাগাজী থানায় ১২ টি, ফেনী সদর থানায় ১ টি ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় ৩ টি রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, র্যাবের হাতে গ্রেফতার হওয়া শেখ ফরিদকে আদালতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস