বুধবার ৪ অক্টোবর ২০২৩
প্রাপ্ত বরাদ্দ কাজে লাগাতে পারেনি ৩৭ বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ৪ জুন, ২০২৩, ৪:২২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণার জন্য প্রাপ্ত বরাদ্দ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমরা আশা করবো এবার তারা সে বরাদ্দ পুরোপুরি কাজে লাগাবে। সেই সঙ্গে গবেষণার জন্য আরও বরাদ্দ চাইবেন।

রবিবার (৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে গবেষণা খাতে আমাদের বরাদ্দ বাড়ছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন না তখন গবেষণায় বরাদ্দ ছিল না। গবেষণা বলতে কিছুই ছিল না। যারা করতেন তারা খুব কষ্ট করে চালিয়ে যেতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়ে গবেষণা করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। আমাদের বড় বড় কলেজগুলোও এখন জার্নাল বের করছে। সেখানেও গবেষণা হচ্ছে।  

গরমে স্কুল বন্ধ হবে কিনা, এমন প্রশ্নের জবাববে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে খুব গরম পড়ছে। গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা এখন ভাবছি না। কারণ করোনা মহামারিতে আমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। তাই  আমাদের শিক্ষকরা যতটুকু পারেন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিবেন।

শিক্ষকদের উদ্দোশে তিনি আরও বলেন, আমাদের শিক্ষকদের বাচ্চাদের প্রতি যত্নশীল হতে হবে৷ স্কুলে তাদের যত্ন নিতে হবে৷ বাচ্চা যাতে রোদে বাইরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তীব্র গরমে বেশি বেশি পানি পান করার পরামর্শ দিতে হবে৷ যতকুটু সম্ভব শ্রেণি কক্ষের মধ্যে থাকবে। যদি শ্রেণির কক্ষের বাহিরেও যায়, যেন গাছের ছায়ায় থাকে।  

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি কমে গেছে। ক্যাস্পাসগুলোতে এখন গবেষণা হচ্ছে।সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
দিল্লি কি জোর করে নির্বাচন করতে বলেছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft