বুধবার ৪ অক্টোবর ২০২৩
আত্মবিশ্বাসী লুকে মারিয়া মিম
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৮:২৭ PM
মারিয়াম মিম অভিনেত্রী হিসেবে শোবিজ অঙ্গনে পরিচিত। শরীরজুড়ে আবেদনের ছটা থাকলেও খুব বেশি নিজেকে সেভাবে মেলে ধরেন না। তবে শোবিজে আরো ব্যস্ত হতে আবেদনের বিকল্প নেই, সেটা তিনি ভালোই বোঝেন। আর সে চিন্তা থেকেই বেশকিছু সাহসী পোজের ফটোশ্যুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন এই অভিনেত্রী। তাতে আবেদনে পুরোমাত্রায় যে কেবল বাহবা পাচ্ছেন তা নয়, বরং নিন্দুকের শব্দ বাণেও বিদ্ধ হচ্ছেন মারিয়া। 

ফটোগুলোতে নিজেকে মেলে ধরার সাহসী প্রয়াস ছিলো চোখে পড়ার মতো। শৈল্পিক দৃষ্টিকোণ থেকে কামনার অনেক ঊর্দ্ধে। মেদহীন কোমনীয় ত্বকে হালকা প্রলেপের মেকাপে অনিন্দ্য ভাস্কররূপে হাজির হন এই অভিনেত্রী। যা কেবল সিনেমার পর্দার জন্যই উপযুক্ত। ফটোগুলোতে আত্মবিশ^াসী মারিয়া মিম যে চমক নিয়ে হাজির হয়েছেন তার উদ্দেশ্য জানা না গেলেও গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে নিজের চমক দেখাতে প্রস্তুতির অংশ হিসেবে এই ফটোশ্যুট!

এদিকে তার এমন ফটোশ্যুটে নিন্দুকেরা কিছুটা ক্ষ্যাপেছেন। মারিয়াম মিমের ছবি আর ক্যাপশনগুলোকে হজম করতে পারছেন না। ক্যাপশনে লেখায় অনেকে আপত্তি তুলেছেন।

কয়েকদিন আগে সংবাদপত্র হাতে, গায়ে কোনো পোশাক ছাড়াই এক ছবিতে দেখা গেছে তাকে। যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আজকাল কেউ সংবাদপত্র পড়েনা সবাই শুধু দেখে।’ 

এরপর এই মডেলকে দেখা যায় বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে শুয়ে থাকতে। ওই ছবির ক্যাপশনেও মিম লিখেছিলেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’।

এরপর গত বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেদনময়ী রূপে আরও দুটি ছবি প্রকাশ করেন মিম। যেই ছবির ক্যাপশন ছিল আরও আপত্তিকর। মিম লিখেছেন, ‘সবাই ভাবে সুযোগ পাবে, সকাল বিকাল তোমায় খাবে।’

মিমের এই ছবির মন্তব্যঘরে ভক্তরা নানা রকমের মন্তব্য করেছেন। যার অধিকাংশই নেতিবাচক।
আরমান নামে একজন লিখেছেন, ‘ভাইরাল হওয়ার পন্থা এটাই।’ রানা রাজ লিখেছেন, ‘লজ্জা শরম এমন জিনিস যা সবার থাকতে হয়।’ আব্দুর রহিম লিখেছেন, ‘ক্যাপশন দেখে তো গরম বেড়ে গেছে।’ আনিকা তাবাচ্ছুম নামের একজন লিখেছেন, ‘দিন দিন উরফি জাবেদ হয়ে যাচ্ছে।’ 

যদিও ভক্তদের এসব কোনো মন্তবকে পাত্তা দিচ্ছেন না মারিয়া মিম। কারণ ইন্ডাস্ট্রির নায়িকা সংকটে অনেকে প্রযোজক মারিয়া মিমকে নিয়ে ভাবছে। তাই পাছে লোকে কিছু বলে- আপাতত এসব সমালোচনায় গা ভাসাতে চাইছেন না এই অভিনেত্রী। বরং ভেতরের অমিত সম্ভাবনা জাগিয়ে তুলতে তার প্রচেষ্টাকে ইতিবাচক করে দেখার আহ্বান জানিয়েছেন অনেকে।
উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করে না: পররাষ্ট্রমন্ত্রী
আরও কমলো সোনার দাম
বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
ফেনীতে ১৪৭টি পূজা মণ্ডপে অনুদান দিলেন সাংসদ নিজাম হাজারী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft