প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:৪৭ PM

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও এসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি।
দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশে আরো বলা হয়েছে, বিদ্যালয়গুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করতে হবে শহীদ মিনার।
উপজেলা শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান বলেন, বিয়ানীবাজার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় আছে ৪৫টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও বাকি ২২টি প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
শিক্ষকরা জানান, অর্থ বরাদ্দ না থাকাসহ নানা কারণে বিয়ানীবাজার উপজেলার এসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা যায়নি। তবে মাউশির নির্দেশে এবার শহীদ মিনার নির্মাণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।
আজকালের খবর/ওআর