প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:০১ PM

ময়মনসিংহের গৌরীপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এমএ সোবহানের ১২ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।
তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে বলিষ্ট ভূমিকা রাখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি বঙ্গবন্ধুর ডাকে প্রতিটি কর্মসূচি পালনে ছিলেন নিবেদিত এক প্রাণ। ভাষা আন্দোলন ও আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাভোগ করেন। আওয়ামী লীগ, গৌরীপুর উপজেলার শাখার কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা এবং পরিবারের পক্ষ থেকে মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান জানান, দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আজকালের খবর/ওআর