বুধবার ৪ অক্টোবর ২০২৩
উপজেলা পরিষদ নির্বাচন
তারাকান্দায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪:১৬ PM আপডেট: ০২.০৬.২০২৩ ৪:১৮ PM
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে তারাকান্দায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ থাকবে নির্বাচনী প্রচারণা। আজ শুক্রবার সকাল ৬টা থেকে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা চলবে ৫ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম বলবৎ থাকবে ৫ জুন সকাল ৬টা পর্যন্ত। এই সময়ে সকল প্রার্থীর নির্বাচনী যে কোনো কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত আটটার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থনে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের কার্যালয়ে হামলা করে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের ১০জনসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মাঝে ৮ জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার প্রতিবাদে নুরুজ্জামান সরকারের সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘন্টা ময়মনসিংহ-শেরপুর ও ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করে রাখে। পরে গুলিবিদ্ধ আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উপজেলা প্রশাসন তারাকান্দা বাজার এলাকায় ১৪৫ ধারা জারি করেছে। তবে, গতকাল রাতের ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
দিল্লি কি জোর করে নির্বাচন করতে বলেছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft