বুধবার ৪ অক্টোবর ২০২৩
পূর্বধলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬:৩৮ PM
নেত্রকোনার পূর্বধলায় দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার দপ্তরি শফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম খান উপজেলার ডোলকর গ্রামের মৃত আহমদ আলী খানের ছেলে ও স্থানীয় একটি দাখিল মাদরাসার দপ্তরি। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার শফিকুল ইসলাম খানকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ১২ অক্টোবর বিকাল ৪টার দিকে মাদরাসা ছুটির পর দপ্তরি ওই ছাত্রীকে কাজের কথা বলে অপেক্ষা করায়। দপ্তরি সম্পর্কে ওই ছাত্রীর চাচা হওয়ায় সরল বিশ্বাসে সে অপেক্ষা করে। ততক্ষণে মাদরাসার অন্য ছাত্রছাত্রী ও শিক্ষকরা চলে গেলে ছাত্রীকে অফিসকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা যেন কাউকে না বলে সেই জন্য হত্যা করার হুমকি দিয়ে ছেড়ে দেয়।

কয়েক মাস পর পরিবারের লোকজন ছাত্রীটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে তাকে নিয়ে ডাক্তারের কাছে যান। এ সময় ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান ছাত্রীটি ৩২ সপ্তাহের গর্ভবতী। পরে ছাত্রীর মা তাকে জিজ্ঞাস করলে মাদরাসার দপ্তরি শফিকুল ইসলামের দ্বারা ধর্ষিতা হওয়ার বিষয়টি জানায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর মা বাদী হয়ে মাদরাসার দপ্তরি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর মঙ্গলবার রাত ৩টার দিকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
দিল্লি কি জোর করে নির্বাচন করতে বলেছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft