বুধবার ৪ অক্টোবর ২০২৩
বিএসইসিতে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৩:২৭ PM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল হয়েছে। গতকাল বুধবার বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

চেয়ারম্যান এবং কমিশনারদের দপ্তর: 

নতুন অফিস আদেশ অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম দায়িত্বে থাকবেন-অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স বিভাগ, কমিশনস সেক্রেটারিয়েট বিভাগ এবং ডেরিভেটিভ বিভাগ।

কমিশনার মো. আব্দুল হালিম দায়িত্বে থাকবেন- মার্কেট এবং মধ্যস্থতাকারী বিষয়ক বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স এবং তদন্ত বিভাগ।

কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্বে থাকবেন- ইস্যুকারী কম্পানি বিষয়ক বিভাগ, করপোরেট ফিন্যান্স বিভাগ, আর্থিক সাক্ষরতা বিভাগের প্রধান এবং অ্যাকাউনট্যান্ট বিভাগ।

কমিশনার ড. মো. মিজানুর রহমান দায়িত্বে থাকবেন- ইনভেস্টমেন্ট ম্যানেজম্যান্ট বিভাগ, আর অ্যান্ড ডি বিভাগ, আইসিটি বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগ। 

কমিশনার ড. রুমানা ইসলাম দায়িত্বে থাকবেন- আইন বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিভিশন।

নির্বাহী পরিচালকদের দায়িত্ব মো. হাসান মাহমুদ (কর্পোরেট ফিন্যান্স), মো. আনোয়ারুল ইসলাম (মার্কেট অ্যান্ড ইন্টারমেডিরিজ অ্যাফেয়ার্স), মো. সাইফুর রহমান (ইস্যুয়ার কম্পানি অ্যাফেয়ার্স), মো. আশরাফুল ইসলাম (আইসিটি), এ টি এম তারিকুজ্জামান (ফিন্যানশিয়াল লিটারেসি), মো. মাহবুবুল আলম (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স, কমিশনস সেক্রেটারিয়েট), মাহবুবের রহমান চৌধুরী (আইন), কামরুল আনাম খান (ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগ), মোহাম্মদ রেজাউল করিম (ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ডেরিভেটিভস বিভাগ ও মুখপাত্র), মোহাম্মদ শফিউল আজম (আর অ্যান্ড ডি), রিপন কুমার দেবনাথ (মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন), মীর মোশাররফ হোসাইন চৌধুরী (এনফোর্সমেন্ট)।

পরিচালকদের দায়িত্ব : 

প্রদীপ কুমার বসাক (অ্যাডমিনিস্ট্রেশন, এফএল পলিসি, এফল ট্রেনিং), মো. মাহমুদুল হক (মিউচুয়াল ফান্ড, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট, কমিশনস সেক্রেটারিয়েট, পাবলিক রিলেশন), মো. জাহাঙ্গীর আলম (ক্যাপিটাল ইস্যু, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, রেজিস্ট্রেশন), আবুল কালাম (ফিন্যানশিয়াল ডেরিভেটিভস, কমোডিটি প্রোডাক্ট, লিগ্যাল সার্ভিস), মো. মনসুর রহমান (করপোরেট গভর্ন্যান্স, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন), মো. আবুল হাসান (ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, মার্কেট ইন্টিলিজেন্স, অ্যাকাউন্টিং, করপোরেট রিপোর্টিং), রাজিব আহমেদ (এমআইএস), শেখ মাহবুব উর রহমান (সার্ভেইল্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স), ফারহানা ফারুকি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সুপারভিশন অব মার্কেট অ্যান্ড মার্কেট ইন্টারমেডিরিজ), আবু রায়হান মো. মুতাসিম বিল্লাহ (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
দিল্লি কি জোর করে নির্বাচন করতে বলেছে?
বিএনপি জল ঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
শ্বাসরুদ্ধকর ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft