বুধবার ৪ অক্টোবর ২০২৩
সিলেটে সবজি ব্যবসায়ী খুন
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১২:৪৫ PM
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোবিন্দ দাস (৩৩) নামে এক ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরের ধোপাদিঘী পাড়ের শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার মৃত গৌরাঙ্গ দাসের ছেলে। ২ ছেলে সন্তানের জনক গোবিন্দ নগরের আখালিয়া এলাকার একটি কলোনিতে সপরিবারে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের চাচা শ্বশুর জগদীস সরকার বলেন, গোবিন্দ প্রতিদিনের মতো ভোরে সবজি কিনে আনতে নগরের সুবহানীঘাট কাঁচা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে গোবিন্দ ধোপাদিঘীর পাড়ের শিশুপার্কের সামনে গেলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা লুট করে নিতে জোর করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ওই প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের ব্যবহৃত ভ্যান গাড়িটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনার পর ভ্যান গাড়িটিও কে বা কারা নিয়ে গেছে।

খবর পেয়ে এসএমপির কোতোয়ালি মডেল থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এলেও ছিনতাইকারীদের কাউকে আটক করতে সক্ষম হননি।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করে না: পররাষ্ট্রমন্ত্রী
আরও কমলো সোনার দাম
বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
ফেনীতে ১৪৭টি পূজা মণ্ডপে অনুদান দিলেন সাংসদ নিজাম হাজারী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft