প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৭:৩৮ PM

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলামকে আজ বুধবার সহকারী প্রধান শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক ফোরামের সভাপতি রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদ বাহার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক।
বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঞ্জুমানারা বেগম, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. মাসুদুর রহমান, মনাটি উচ্চ বিদ্যালয়ের আবুল বাশার, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের এম এ হাদী, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের সারোয়ার হোসেন, বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের মো. রফিকুল ইসলাম, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আব্দুর রহমান, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের মো. বুরহান উদ্দিন, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের মো. মোজাম্মেল, গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আজকালের খবর/ওআর