প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৬:৪৫ PM

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই আলোকে জামালপুরের ইসলামপুরে উপজেলা খাদ্য নিরাপদ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা হয় অনুষ্ঠিত হয়।
সভায় খাদ্য উৎপাদন ও আমদানি থেকে বিক্রয় পর্যন্ত খাদ্য শৃঙ্খলের সাতটি ধাপ ও নিরাপদ খাদ্য আইন নিয়ে আলোকপাত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম,সমাজসেবা কর্মকর্তা রহুল আমীন,অধ্যক্ষ আঃ হান্নান,চেয়ারম্যান আঃ রহিম বাদশা, সাংবাদিক,খাদ্যদ্রব্য ব্যবসায়ীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস