বুধবার ৪ অক্টোবর ২০২৩
কমিটি অনুমোদনের পাঁচদিন পরেই স্থগিত
নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, ৮:০২ PM
পঞ্চগড়ে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের কমিটি অনুমোদনের পাঁচদিন পরই তা স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলী স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ২০ মে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, রেজি. নং-২০০২ এর দেবীগঞ্জ উপজেলা শাখার ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলী। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলীকে।

এর পাঁচদিন পর গত ২৫ মে নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। ২৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি স্থগিতের বিষয়টি প্রকাশ পেলে জানাজানি হয়।

জানা গেছে, সম্প্রতি একই সংগঠনের পৃষ্ঠপোষকতায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ড্রর দিন প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়। এতে লটারির টিকিট ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হন।

কমিটির কার্যক্রম স্থগিতের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করে বলা হয়, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত না হওয়ায় টিকিট ক্রেতাগণ কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করেছেন। সেই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিভিন্ন গোয়ান্দা সংস্থা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন। এরই প্রেক্ষিতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

উল্লেখ্য, বিদায়ী কমিটিতে সভাপতি হিসেবে তায়বুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব পালনকালে এই র‌্যাফেল ড্রর আয়োজন করা হয়। ২৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লটারির টিকিট বিক্রি করা হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: কবিতা খানম
ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ ‘গুরুতর’: যুক্তরাষ্ট্র
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
পি কে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft