বুধবার ৪ অক্টোবর ২০২৩
সীতাকুণ্ডে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
ইমাম হোসেন ইমন, সীতাকুণ্ড
প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, ৭:৩২ PM
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গত শুক্রবার পটিয়ার শিবপুরে এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে, তার প্রতিবাদে আবু সাঈদ চাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগ। শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে পৌরসভার উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভা প্রদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়। 

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলম জসীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীযুবলীগের নবনির্বাচিত সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

এতে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাবলু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বাবুল খান, শাহ্ আজাদ, আরিফুল আলম, সাইদুর রহমান মারুফ, ইমাম উদ্দীন, মোস্তাকিম আরজু, সাব্বির আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, রাশেদুল আলম, জিয়া উদ্দীন রাজু, আলমগীর, হানিফ, সালাউদ্দীন, টিটু, ফয়সাল, সাইফুল, দিদার সহ প্রমুখ।

এছাড়াও উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা দলে দলে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যোগ দেন। এ সময় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। 

বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল আলম বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী কর্মসূচী পালন করছে যুবলীগ। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনার জন্য প্রয়োজনে রাজপথে জীবন দিব।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
সূচকের মিশ্র প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন চলছে
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৭
সিকিমে হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ সেনা সদস্য
চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft