বুধবার ৪ অক্টোবর ২০২৩
শিরোপা নিশ্চিতের রাতে মেসির কীর্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, ১১:১৪ AM
লিগ ওয়ানে শিরোপার জয়ের নতুন রেকর্ড গড়তে কেবল ড্রই প্রয়োজন ছিল পিএসজির। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার জন্য লিওনেল মেসিরও দরকার ছিল এক গোল।

দুইয়ে দুইয়ে চার ঠিকই মিলে গেল। গতকাল রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ ওয়ানে ১১তম শিরোপা নিশ্চিত করে পিএসজি। দলের একমাত্র সেই গোলটি এসেছে মেসির পা থেকেই।
বিশ্বকাপ জিতে আসার পর সেই ফর্মটা ধরে রাখতে পারেননি মেসি। তাতে পিএসজি ভক্তদের চক্ষুশূলে পরিণত হন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। মাঝে ক্লাবের অনুমতি না থাকা সাপেক্ষেও সৌদি আরব সফরের কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি। গুঞ্জন আছে এই মৌসুম শেষেই পিএসজি ছাড়তে পারেন। দিনশেষে তার গোলেই শিরোপা উল্লাসে মেতে ওঠে পিএসজি। সাত এতিয়েনকে (১০) টপকে এখন লিগ ওয়ানে সবচেয়ে বেশি শিরোপা জয়ের মালিক ক্লাবটি।

তবে শিরোপার উৎসবটা জয়ের মাধ্যমে হলে আরও রঙিন হতো। মেসির গোলের ২০ মিনিট পর সমতাসূচক গোলের দেখা পায় স্ত্রাসবুর্গ। এর আগে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৫৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দারুণ এক শটে সফরকারীদের এগিয়ে দেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৪৯৬ গোল করে ছাড়িয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে।

সৌদি আরবে পাড়ি জমানো রোনালদো ইউরোপের লিগে ৪৯৫ গোল করলেও খেলেছেন ৬২৬ ম্যাচ। তার চেয়ে ৪৯ ম্যাচ কম খেলেছেন মেসি। এছাড়া পিএসজির হয়ে শিরোপা জেতে আরও এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি। পেশাদার ফুটবল ক্যারিয়ারে এটি তার ৪৩তম শিরোপা। তার সমান ৪৩ শিরোপা আছে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের। তবে তালিকায় এই দুজনের উপরে নেই আর কোনো ফুটবলার।

এদিকে লিগ জিতলেও আর এক ম্যাচ বাকি আছে পিএসজির। ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ৮১ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করে লস।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
পি কে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর
পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft