প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:৩৫ PM

জামালপুরের ইসলামপুরে বাল্যবিয়েবিরোধী ক্যাম্পেইন ও বাল্যবিয়ে গ্রাম ঘোষণা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আজ শনিবার সরকারি ইসলামপুর কলেজ মাঠে শিংভাঙ্গা, বেড়েগ্রাম ও পাঁচবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে পারটিসিপ্যাটরি অ্যাকশন ফর রুরাল ইরোভেশন পারির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়নে শোভাযাত্রা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গ্রাবিয়েল রোজারিওর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আ. সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ প্রমুখ।
পারি এনজিও এরিয়া ম্যানেজার কমল পালের সঞ্চালনায় এতে তিনটি ইউনিয়নের ৩২টি গ্রামের শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি, যুব ফোরাম, ধর্মীয়, শিশু অভিভাবক ও পারি সংস্থার মাঠ পর্যায়ের কর্মী এতে অংশ নেন।
আজকালের খবর/ওআর