প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬:১০ PM

সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদলত। বৃহস্পতিবার (২৫ মে) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে মামলার অভিযুক্তরা জামিন আবেদন করলে ৮ জনের ৪ জনকে জামিন মঞ্জুর করে বাকি ৪ জনের জামিল না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
জামিল না দিয়ে যাদের জেলহাজতে প্রেরন করা হয় তারা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উত্তর দৌলতপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে আনোয়ার হোসেন ধন মিয়া (৩০), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আলা মিয়া (৪০), মৃত ছনুফর আলীর ছেলে কুতুব আলী (৩৫) ও আব্দুছ ছত্তারের ছেলে শফিক মিয়া (৪০)।
জামিল না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আতিকুর রহমান। তিনি জানান, উত্তর দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন ধন মিয়ার পক্ষের লোকজনদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত হাজী আব্দল লতিফের ছেলে মোস্তফা মিয়া পক্ষের। আর ওই বিরোধ থেকে গত ১৪ এপ্রিল বিকেলে প্রতিপক্ষের হামলায় মোস্তফা মিয়াসহ তার পক্ষের ৮জন আহত হন। ঘটনার পরদিন প্রতিপক্ষের ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়াসহ ১৯ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি মামলা (নাম্বার ১৩) দায়ের করেন মোস্তফা মিয়া। এরপর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অভিযুক্তরা।
উল্লেখ্য, মারামারির ঘটনার পরদিন বিশ্বনাথ থানায় মোস্তফা মিয়া মামলা দায়ের করলে প্রতিপক্ষের কুতুব আলী বাদী হয়ে একই ঘটনায় মোস্তফা মিয়াসহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে একটি সিআর মামলা (নাম্বার ১৮৪/২০২৩ইং)। কিন্তু আদালতে দাখিল করা ৪ ভিকটিমের মেডিকেল রিপোর্টের কোন সত্যতা পায়নি উল্লেখ্য করে গত ২৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন বিশ্বনাথ থানার এসআই মো. কবির উদ্দিন।
আজকালের খবর/ওআর