শনিবার ২৭ জুলাই ২০২৪
আবারো কাউন্সিলর নির্বাচিত হলেন হান্নান মিয়া হান্নু
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:২৯ PM আপডেট: ২৭.০৫.২০২৩ ৪:৩৭ PM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা হান্নান মিয়া হান্নু আবারো বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্ধীর চেয়ে প্রায় দশ হাজার বেশি ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজয়ের পর হান্নান মিয়া হান্নু বলেন, সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর গত দুই মেয়াদে এই ২৬নং ওয়ার্ডের ভোটাররা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছেন। আমি বিগত সময়ে ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে মিলে মিশে আমার সামর্থ অনুযায়ী তাদের চাওয়া পাওয়া পূরণ করেছি। কাউন্সিলর হিসেবে এই ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করেছি। ওয়ার্ডের প্রতিটি মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। সবাই আমাকে প্রাণভরে দোয়া ও সমর্থন দিয়েছেন। তারই প্রমাণ আপনারা মাঠে দেখিয়েছেন। 

তিনি বলেন, বিগত সময়ে কাউন্সিলর থাকা অবস্থায় এই ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এলাকায় কিশোর গ্যাংসহ মাদক সন্ত্রাস অন্যায় অপরাধের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সম্বনয়ে ওই সব অপরাধ দমন করতে সক্ষম হয়েছিলাম। এই এলাকার সর্বসাধারণের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমি কাজ করেছি। আবারো আপনাদের খেদমত করতে নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছেন। আমি এই এলাকার সন্তান আপনাদের সেবায় নিজের জীবন উৎসর্গ ইনশাল্লাহ।

দেশের বৃহত্তম এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে আটজন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ১৮ জন।

আজকালের খবর/একে








সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
নতুন বছরে সুদহার বাড়ছে
শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
ইতিহাসের মহানায়ক: একটি অনন্য প্রকাশনা
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক দিনে সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft