শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
গাজীপুরে জায়েদা এগিয়ে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:২১ PM আপডেট: ২৫.০৫.২০২৩ ৮:৪৭ PM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে (সন্ধ্যা ৭টা) মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন। সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫০ হাজার ৪০৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৪৩ হাজার ৯৭ ভোট। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে আট জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পাবনায় ‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি জব্দ
বাবা-মা-দাদির পরে চলে গেল লামিয়াও
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করল ইরান
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোমেশ্বর অলির কথায় নতুন গানের মিউজিক ভিডিও ‘তুমি আমার কে’
ফেনীতে পাঁচতলার সিড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
ঈদ কন্টিনিউশনে এগিয়ে গেল ‘লিপস্টিক’
ফরিদপুরে কৃষককে অপহরণের পর মুক্তিপণ দাবি, একদিন পর উদ্ধার
বামনডাঙা নদীর জমি সরকারের নামে লিপিবদ্ধ করার দাবিতে আবেদন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft