সোমবার ৫ জুন ২০২৩
সঙ্গীতে মগ্ন ওস্তাদ জামশেদ চরিত্রে নাসিরউদ্দিন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৯:০৬ PM
এবার প্রকাশিত হলো ‘প্রহেলিকা’ সিনেমার অন্যতম প্রধান চরিত্র জামশেদের ক্যারেক্টার লুক পোস্টার। চরিত্রটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান।

প্রকাশিত পোস্টারে তানপুরা হাতে সংগীতে মগ্ন ভিন্ন এক নাসিরকেই দেখা গেলো। পোস্টারের আবহে খাঁচায় বন্দি কারো আবছায়া ছবি আর লাল রঙে লেখা ‘ওস্তাদ ওস্তাদই’ জানান দিচ্ছে এই সিনেমায় তার এই চরিত্রের বৈচিত্র্য।

‘প্রহেলিকা’য় ওস্তাদ জামশেদ ভালো মানুষ, নাকি এই ভালোর পেছনে রয়েছে অন্য গল্প? গান ছাড়াও কী এতে তিনি অন্য কোনও ওস্তাদি দেখাবেন? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আগাম আমন্ত্রণ জানালেন এর পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘প্রহেলিকার গল্প দেখে মুগ্ধ হবেন। আরও মুগ্ধ হবেন চরিত্রগুলোর অভিনয় দেখে।’

চরিত্রটি নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। এক প্রাণস্পর্শী গল্পের অন্যতম শক্তিশালী চরিত্র এই জামশেদ। এ চরিত্রের আনন্দ বেদনায় ডুবে গিয়ে আমাকে অভিনয় করতে হয়েছে। পছন্দ করবেন বলেই বিশ্বাস।’

উল্লেখ্য, রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজনা করেছেন জামাল হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

এর আগে ‘প্রহেলিকা’য় নায়ক মাহফুজ আহমেদের মনা চরিত্রের ক্যারেক্টার লুক পোস্টার প্রকাশ পায়। সিনেমার গানের কথা লিখেছেন আসিফ ইকবাল ও জামাল হোসেন। মুক্তি পাবে আসছে ঈদে।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত
পরিবেশ দিবসে সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সিলেটে চা বাগানে মিললো তাজা গ্রেনেড
এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম
আজ ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
ছয় কংগ্রেসম্যানের চিঠির সত্যতা নেই, তবু যাচাই করছে মন্ত্রণালয়
জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান
দৃষ্টিনন্দন ছাদ বাগানের জন্য হামিদা পারভীন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft