প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৭:২১ PM
ইউরোপীয় ফেসবুক ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড পরিমাণ জরিমানা করেছে ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড। সোমবার (২২ মে) এক বিবৃতিতে ১৩০ কোটি ডলার জরিমানার কথা জানায় ইউরোপীয় সংস্থাটি। খবর: সিএনএন’র।
আইরিশ ডাটা প্রটেকশন কমিশনের তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে এ জরিমানা ধার্য করে ইউরোপীয় কর্তৃপক্ষ। মেটার ইউরোপের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে আইরিশ ডাটা প্রটেকশন কমিশন।
ইউরোপের তথ্য সুরক্ষা আইন বা জিডিপিআরের অধীনে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলারই সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। এর আগে ২০২১ সালে আমাজনের বিরুদ্ধে ৮০৫ দশমিক ৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।
ছয় মাসের মধ্যে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তর বন্ধ করতে বলা হয়েছে মেটাকে।
ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ডের চেয়ার আঁন্দ্রে জেলিনেক বলেন, ‘ইউরোপে লাখ লাখ ব্যবহারকারী রয়েছে ফেসবুকের, ফলে এদের তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ স্থানান্তরের কাজটি একটানা পদ্ধতিগতভাবে করা হয়।’
তবে ইউরোপে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়নি বলেও জানায় ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড।
আজকালের খবর/ওআর