সোমবার ৫ জুন ২০২৩
গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক সুরক্ষায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শীর্ষক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩, ৫:৪৪ PM
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনলাইন অধিকার ফোরাম আয়োজিত 'গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক সুরক্ষায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের (অব:) বিচারপতি, বিশিষ্ট কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, উদ্বোধনী বক্তা- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বাদল অ্যাডভোকেট। প্রবন্ধ বক্তা- বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট ডিস্টিংগুইসড, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রফেসর ড. কে এম নুরু-উন-নবী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিযয়র সাংবাদিক জনাব ওমর ফারুক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল অ্যাড: এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল অ্যাড: কাজী শাহানারা ইয়াসমিন প্রমুখ।

আলোচনা শেষে সাংবাদিক ওমর ফারুক, ফয়জুল্লাহ সাঈদ, সৈয়দ হুমায়ুন কবির এবং রাজনীতি ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহম্মদ রাজনকে অমর একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরী স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ. বি. এম বায়েজিদ অ্যাড:, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্র। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অনলাইন অধিকার ফোরামের সভাপতি মো. রোকনউদ্দিন পাঠান।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আজ ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে
সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে
জামায়াতের বিক্ষোভ ঘিরে ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪
আফছারুল আমীনের আসন শূন্য ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
ছয় কংগ্রেসম্যানের চিঠির সত্যতা নেই, তবু যাচাই করছে মন্ত্রণালয়
জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক
দৃষ্টিনন্দন ছাদ বাগানের জন্য হামিদা পারভীন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরিণাম জানালেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft