প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:৪৭ PM

আবু সালেহ আকনকে (নয়া দিগন্ত) সভাপতি এবং মানিক লাল ঘোষকে (সকালের সময়) সাধারণ সম্পাদক করে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানে ১৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জাকির হোসেন ইমন (আজকের দর্পণ) ও মো. হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন (খবরপত্র) ও শামিম হাওলাদার (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম (আমাদের কণ্ঠ), কোষাধ্যক্ষ রমজান আলী (সংবাদ),দপ্তর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু (সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি (বাংলা ট্রিবিউন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন (নয়া শতাব্দী),আইনবিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- রেজাউল করিম বাবুল (দৈনিক বাংলা সময়), মো. মনির হোসেন (যুগান্তর), মিজানুর রহমান মিজান (প্রতিদিনের সংবাদ), শাহিন করিম (মানব কণ্ঠ), নাসির উদ্দিন সোয়েব; জাহিদ হোসেন (আমার বার্তা) এবং আসাদ আল মাহমুদ (রাইজিংবিডি ডটকম)।
আজকালের খবর/ওআর