প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৪:৫৪ PM

সিলেটের বিশ্বনাথে ২৪মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ঐক্যজোট। আজ শনিবার শ্রমিক ঐক্যজোটের সভায় কর্মসূচির ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের সভাপতি ও কাউন্সিলর মো. ফজর আলী।
গত ২৪ এপ্রিল শ্রমিক ঐক্যজোটের ব্যানারে বিশ্বনাথে অবৈধ্যভাবে ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বাসিয়া সেতুর ওপর মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক ঐক্যজোট। তারপরও ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধ না করায় শ্রমিক ঐক্যজোট ২৪মে থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।
বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ময়না মিয়া, আব্দুল আজিজ সুমন, সিনিয়র সহ-সভাপতি ফরিদ মিয়া, সহ-সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় বিশ্বনাথ উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর