ড. রামপ্রসাদ বিশ্বাস
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৩:২৬ PM
শিক্ষকের চোখে দেখা, যোগ্য শিক্ষকের হাতে লেখা তথ্যপূর্ণ সমৃদ্ধ প্রবন্ধ ‘কবির মহা প্রয়াণে’। নজরুল সম্পর্কিত লেখাটি অপূর্ব! মননমূলক গবেষণাধর্মী। সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ। চমৎকার সুন্দর। বাংলাদেশবিষয়ক রচনাটি বেশ কাব্যময়, পুষ্পময়, সৌন্দর্যময়। বিজয় দিবস নিয়ে লেখা প্রবন্ধটি দেশপ্রেমে প্রোজ্জ্বল, পাণ্ডিতপূর্ণ, জ্ঞানগর্ভ, আবেগ-সন্দীপিত।
তিনি বঙ্গ ও বাংলাদেশের প্রাচীন নাম ও ইতিহাস সন্ধান করেছেন। যেটি খুব মূল্যবান। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রীতি নিয়ে লেখাটি অসামান্য প্রবন্ধের নজির।
সাম্প্রতিক বিষয় নিয়েও লেখক সরব। শীতের বাঘ ও সমাজব্যবস্থা এই পর্যায়ের রচনা। অপ্রিয় সভ্যভাষণেও প্রাবন্ধিক অগ্রসর। তার অভিমত ‘কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেশি’।
তিনি কবির মতো স্বপ্ন সন্ধানী। মিঠা পানির শব্দ নিয়ে চিন্তিত। তালগাছ ও শিল্পী বাবুই ক্রম বিলপ্তি তাকে শঙ্কিত করেন, শিমুল বৃক্ষের বিনাশ তাকে ব্যথিত করে। সুবচনের অপসৃয়মানতা তাকে ভাবায়।
তার বলিষ্ঠ প্রবন্ধ ‘বঙ্গবন্ধু একটি আদর্শের নাম’। আবেগে শ্রদ্ধায় ভালোবাসায় সম্ভ্রমে এ প্রবন্ধটি অতি উচ্চস্তরের। বন্যা যাত্রাশিল্পীদের দুগর্তি, কদম ফুলের হারিয়ে যাওয়া, রাজনৈতিক দলের দুর্গতি, নদীর নাব্য ফেরানোর প্রয়োজনীয়তা, সাংবাদিকতার কর্তব্য, স্বাধীনতার ইশতেহার ও তাৎপর্য নিয়ে ভাবনা যেন এক অভিভাবক স্থানীয় সুনাগরিকের চিন্তা। দেশকে ভালোবাসেন বলেই তার এই আশঙ্কা যন্ত্রণা আফশোস। তার অন্তিম ঘোষণা- ‘টাকা নয়, কর্মই মানুষের পরিচয়।’
প্রচ্ছদ, ছাপা, বাঁধাই, কাগজের মান, লেখার ধরণ, তথ্যময়তা, মনন, নিবিড়তা- সব মিলিয়ে এটি বাঁধিয়ে রাখার মতো, পাঠকের চিন্তা ও বিবেক জাগ্রত করার উপাদানে পরিপূর্ণ গ্রন্থসম্পদ। যদি কেউ এই বই কেনেন, মন দিয়ে পড়েন, তিনি ঠকবেন না, জিতবেন।
রবীন্দ্র-নজরুল ও অন্যান্য প্রবন্ধ রণজিৎ মোদকের প্রবন্ধগ্রন্থ। এতে অপূর্ব ভূমিকা যোজনা করেছেন কবি ও প্রাবন্ধিক এনাম রাজু। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী শাহ্ আলম। প্রকাশ করেছেন- রৌদ্রছায়া প্রকাশ। ১১২ পৃষ্ঠার সম্পূর্ণ ২৭টি প্রবন্ধ নিয়ে এই গ্রন্থ; যার মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
আজকালের খবর/আরইউ