সোমবার ৫ জুন ২০২৩
রোহিত-রাহুলকে পেছনে ফেলে গেইলকে ছুঁলেন কোহলি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪:০৮ PM
আইপিএলের ম্যাচে বৃহস্পতিবার রাতে বিরাট কোহলির সেঞ্চুরিতে দুর্দান্ত এক জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে প্লে-অফ খেলার সম্ভাবনা দারুণভাবে টিকিয়ে রেখেছে তারা।

এদিন বিদায় নিশ্চিত হওয়া সানরাইজার্স হায়দারাবাদ আগে ব্যাট করে হেনরিক ক্লাসেনের ১০৪ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। জবাবে বিরাট কোহলির সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসিসের ৭১ রানের ইনিংসে ভর করে ৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় বেঙ্গালুরু।

এই জয়ে প্লে-অফে খেলার দৌড়ে ভালোভাবেই টিকে রইলো কোহলি-ডু প্লেসিসরা। ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে তারা চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে।

এদিন কোহলি ৩৫ বলে ৫টি চার ও ১ ছক্কায় ফিফটি করেন। এরপর ৬২ বলে ১২টি চার ও ৪ ছক্কায় করে সেঞ্চুরি আউট হন। যা আইপিএলে তার ষষ্ঠ সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেন। ওয়েস্ট ইন্ডিয়ান তারকাও আইপিএলে ছয়টি সেঞ্চুরি করেছিলেন।

এদিকে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এটা ছিল কোহলির সপ্তম সেঞ্চুরি। যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল ও রোহিত শর্মার ৬টি করে সেঞ্চুরি রয়েছে।

এদিকে হেনরিক ক্লাসেনসহ সানরাইজার্স হায়দরাবাদের এ পর্যন্ত মোট  পাঁচ ব্যাটসম্যান আইপিএলে সেঞ্চুরি করেছেন। অবশ্য তাদের সবাই বিদেশি। ভারতীয় কোনো ব্যাটসম্যান হায়দরাবাদের হয়ে এখনো সেঞ্চুরির দেখা পাননি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সিলেটে চা বাগানে মিললো তাজা গ্রেনেড
এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম
আজ ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে
সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে
জামায়াতের বিক্ষোভ ঘিরে ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
ছয় কংগ্রেসম্যানের চিঠির সত্যতা নেই, তবু যাচাই করছে মন্ত্রণালয়
জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান
দৃষ্টিনন্দন ছাদ বাগানের জন্য হামিদা পারভীন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft