সোমবার ৫ জুন ২০২৩
একনজরে আফগান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৬:২৯ PM আপডেট: ১৭.০৫.২০২৩ ৬:৩৩ PM
আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত আর কোনো খেলা নেই। তাই প্রায় দুই সপ্তাহের ছুটি পেয়েছে লাল-সবুজ শিবির। তবে লম্বা এ ছুটি শেষেই আফগানিস্তান সিরিজের প্রস্তুতি নিতে হবে সাকিব-তামিমদের। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ এ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৭ মে) বিকেলে এক বিবৃতিতে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগান দল। এরপর তিন দিনের অনুশীলন শেষে মাঠে নামবে দুই দল। আগামী ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত গড়াবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

টেস্ট ম্যাচ শেষে ১৯ জুন ভারতে যাবেন আফগানরা। আর ৩০ জুন পর্যন্ত ছুটিতে থাকবে টাইগাররা। এরপর আগামী ১ জুলাই আবারও ঢাকায় ফিরে আসবে আফগান দল। ২ জুলাই বিশ্রাম শেষে ৩ ও ৪ জুলাই অনুশীলন। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।

এরপর ৬ জুলাই বিশ্রাম, ৭ জুলাই অনুশীলন শেষে ৮ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে ফের মাঠে নামবে দুই দল। সিরিজে শেষ ওয়ানডে ম্যাচ হবে ১১ জুলাই। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের পরপরই সিলেটে পাড়ি দেবে দল দুটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি। এজন্য ১২ জুলাই চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে সাকিব-রশিদরা। সেখানে ১৩ জুলাই অনুশীলন শেষে ১৪ জুলাই লড়াইয়ে নামবে দল দুটি। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ১৬ জুলাই।

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচি :








আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
পরিবেশ দিবসে সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সিলেটে চা বাগানে মিললো তাজা গ্রেনেড
এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম
আজ ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে
সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
ছয় কংগ্রেসম্যানের চিঠির সত্যতা নেই, তবু যাচাই করছে মন্ত্রণালয়
জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান
দৃষ্টিনন্দন ছাদ বাগানের জন্য হামিদা পারভীন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft