বুধবার ৪ অক্টোবর ২০২৩
ডিইউজের নির্বাচন স্থগিতের দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬:৪৩ PM
ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত ডিইউজের নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। 

শনিবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সদস্য তালিকা সংশোধনের জন্য গত ২০২০ সালে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে তা সংশোধন করা হয়নি। সদস্য তালিকায় প্রচুর ভুয়া সাংবাদিক ও রাজনৈতিক দলের জঙ্গি ক্যাডার রয়েছে। একটি রাজনেতিক গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করতেই এসব অপপ্রয়াস চালাচ্ছে। সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে তিনদিনের মধ্যে এডহক কমিটি গঠন এবং নির্বাচন কমিটি কাছে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার আহবান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর।

বক্তব্য দেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজে সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, নির্বাহী সদস্য আবদুস সেলিম, জাকির হোসেন ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, দিগন্ত টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবীর সুমন, ডিইউজে’র নির্বাহী সদস্য জেসমনি জুঁই ও মো. আবদুল হালিম, সচিবালয় রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সিনিয়র সাংবাদিক মামুন স্ট্যালিন, দৈনিক ইনকিলাব ইউনিট চীফ কামরুল হাসান দর্পণ, সিনিয়র ফটোজার্নালিস্ট বুলবুল আহমেদ, এমরান হোসেন, ডিইউজে সদস্য জাকির হোসেন মাঝি, জিয়াউর রহমানসহ প্রমুখ।

ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পি কে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর
পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
সূচকের মিশ্র প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন চলছে
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft