প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:৫৫ PM
ফ্যাশন হাউজ বার্ডস আই এবারের ঈদে নান্দনিক ও রকমারি ডিজাইনের নতুন নতুন শার্ট, পাঞ্জাবি ও টি-শার্ট নিয়ে এসেছে।
চায়না, ইন্ডিয়া, বাংলাদেশি কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা বার্ডস আই।
রাজধানীর আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের দুইটি মেগা শোরুমে (বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২) রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
আজকালের খবর/আতে/আরইউ