বুধবার ৪ অক্টোবর ২০২৩
রন্ধনশিল্পে অবদানের স্বীকৃতি ‘কালিনারী হিরোজ ২০২২’
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১:২৬ PM
দেশীয় রান্নাকে যারা শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে অবদান রাখছেন, তারাই মূলত আমাদের কালিনারী হিরোজ। তাদের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে এই সেক্টরের স্বনামখ্যাত একটি প্রতিষ্ঠান।

আমেরিকার সংশ্লিষ্ট দফতর ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান ‘দি অ্যাকাডেমি অব কালিনারী অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (এসিএইচএম)’ প্রথমবারের মতো রন্ধনশিল্প সংশ্লিষ্ট ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে। 

‘কালিনারী হিরোজ ২০২২’ শিরোনামের এই সম্মাননা অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছে ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ‘ই৩৬৫ ভেঞ্চারস’। আগামি ২৭ মে ২০২৩, শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পুরস্কারজয়ী কালিনারী হিরোদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

জমকালো এই আয়োজনের পূর্ব প্রস্তুতি হিসেবে মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এসিএইচএমের খিলগাঁও ক্যাম্পাসে ‘কালিনারী হিরোজ ২০২২’-এর লোগো উন্মোচন, ওয়েবসাইট উদ্বোধন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসিএইচএম-এর প্রধান নির্বাহী (সিই্ও) মাহবুব আলী খান (কিশোর)-এর সঞ্চালনায় এবং ইভেন্ট পরিকল্পনাকারী প্রতিষ্ঠান ‘ই৩৬৫ ভেঞ্চারস’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে ‘কালিনারী হিরোজ ২০২২’-এর লোগো উন্মোচন করেন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রির্সাচ হাব-এর প্রতিষ্ঠাতা সিইও প্রফেসর ড. শাহরিয়ার পারভেজ। 
লোগো উন্মোচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ‘কালিনারী হিরোজ ২০২২’ জুরি বোর্ডের সদস্য ও মাস্টার ট্রেইনার নুসরাত খান এবং কালিনারী এক্সপার্ট ও সেলিব্রেটি শেফ নাজিয়া ফারহানা। এ সময় উপস্থিত ছিলেন 'ই৩৬৫ ভেঞ্চারস'-এর প্রধান নির্বাহী (সিইও) মাহমুদ সালেহীন খান ও চিফ অফ অপারেশনস (সিওও) আসিফ নেওয়াজ।

‘কালিনারী হিরোজ ২০২২’ অনুষ্ঠান বিষয়ে আয়োজক কমিটির আহবায়ক জুবায়ের রহমান চৌধুরী বলেন, একটি সময় রান্না ছিল শুধু ঘরকেন্দ্রিক। কিন্তু আধুনিক বিশ্বে রন্ধনশিল্প সেক্টর অনেক শক্ত অবস্থান রয়েছে। দেশে এই রন্ধনশিল্পকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করছেন, তারাই কালিনারী হিরোজ। তাদের সম্মাননা জানাতে প্রথাগত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বাইরে একটি ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা। কালিনারী ইন্ড্রাষ্ট্রিতে এই আয়োজনটি ব্যাপক সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস। 
আয়োজক কমিটির সদস্য সচিব মাহবুব আলী খান (কিশোর) বলেন, ১৫টি ক্যাটাগরিতে ৪০ জন বিশিষ্ট কালিনারী হিরোকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ দেওয়া হবে। কালিনারী ইন্ড্রাষ্ট্রির সঙ্গে সম্পৃক্ত সব পেশাজীবীর জন্য যা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 

সম্প্রতি ‘কালিনারী হিরোজ ২০২২’ আয়োজনের জুরি বোর্ডে আছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক লাবণ্য লিপি, এনএইচটিটিআিইয়ের সাবেক প্রিন্সিপাল আখলাকুর রহমান, কালিনারী এক্সপার্ট রওশন আরা বেগম ও শাহীনা আফরোজ। 

‘কালিনারী হিরোজ ২০২২’ অনুষ্ঠানের পিআর পার্টনার হিসেবে থাকছে কিউরিয়াস মিডিয়া। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি পার্টনার ডট পিক্সেল এবং সোশ্যাল মিডিয়া পার্টনার ই-বিজ ডিজিটাল। শিগগিরই দেশের স্বনামখ্যাত কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে যাচ্ছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ ‘গুরুতর’: যুক্তরাষ্ট্র
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্পর্কোন্নয়ন, নির্বাচন নিয়ে শেখ হাসিনা-বাইডেন আলোচনা : হোয়াইট হাউস
পি কে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর
পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft