বুধবার ৪ অক্টোবর ২০২৩
ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও বিচার দাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৩:৫৯ PM
রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এসময় তারা প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। 

শনিবার (১ এপ্রিল) সকাল ১১ টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চারদিকের সড়কে যানজট সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষোভ সমাবেশে তানভীর মাহতাব নামে এক শিক্ষার্থী বলেন, প্রথম আলো বারবার এ ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে। এভাবে চলতে থাকলে সংবাদপত্রের ওপর মানুষের যে আস্থা সেটি হারিয়ে যাবে। আমরা প্রথম আলোর এই মিথ্যা সংবাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

শাহরিয়ার শহিদ শুভ নামে এক শিক্ষার্থী বলেন, প্রথম আলো পাবলিক সেন্টিমেন্টকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে গুজব ছড়িয়ে দিচ্ছে। আমাদের দাবি প্রথম আলোর ডিক্লারেশন বাতিল করে ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।

শাহ ইবনে সোয়াদ নামে আরেক শিক্ষার্থী বলেন, একটি শিশুকে এ ধরনের অনৈতিক কাজ করানোর মাধ্যমে প্রথম আলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করা হয়েছে। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

গত বৃহস্পতিবারও প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
সূচকের মিশ্র প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন চলছে
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৭
সিকিমে হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ সেনা সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft