প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:১৪ PM
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববাসীকে সচেতন করতে বাংলাদেশসহ ১১টি দেশে ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি কর্মসূচি পালন করেছে গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি (জিএলটিএস)।
‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসাথে জলবায়ু পরিবর্তন রুখি’ স্লোগানে রবিবার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ২৬ মিনিটের ‘সবুজ মানব প্রাচীর’ বা মানববন্ধন করা হয়। এ দিন ভারত, নেপাল, মেক্সিকো, পাকিস্তান, মালয়, আইভরি কোস্ট, হাঙ্গেরি, গাম্বিয়া, ক্যামেরুন ও অস্ট্রেলিয়ায় সবুজ মানব প্রাচীরের আয়োজন করা হয়। এ ছাড়া বাংলাদেশের নয় জেলায় মানব প্রাচীর তৈরি করা হয় বলে জানান আয়োজকরা। তাদের দাবি, বিশ্বব্যাপী সবুজ রক্ষায় এ মানব প্রাচীর বিশ্বরেকর্ড তৈরি করেছে।
ব্যতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওয়াটার কিপার্স বাংলাদেশের নির্বাহী কো-অর্ডিনেটর ও পরিবেশ কর্মী শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে স্কাউটের জাতীয় উপ কমিশনার (স্বাস্থ্য) জামাল উদ্দীন শিকদার, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেইভ ডাউলন্ড। বক্তব্য রাখেন জিএলটিএসের সাধারণ সম্পাদক আহসানুল আলম জন, জিএলটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গার্ডিয়ান অব দ্যা আর্থের উদ্যোক্তা রাওমান স্মিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জিএলটিএসের সহ-সংগঠন গ্রিন ইউনাইটেড ন্যাশনের কো-ফাউন্ডার মো. মাহির দাইয়ান।
শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তন এখন মহাবিশ্বে মহা সমস্যা এবং বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। সময় এখন সবুজ রক্ষায় যুদ্ধে নামার। ২৬ মিনিটের এ মানববন্ধন সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে। বাংলাদেশকে আবারো চিনবে বিশ্ব।
ডেইভ ডাউলন্ড অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন এবং সবুজ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।
আহসানুল আলম জন বলেন, শিক্ষার্থীদের মাঝে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে এবং এর মাধ্যমেই সংহতি তৈরি হবে পরিবেশ বাঁচানোর জন্য।
বাংলাদেশের নদী, বন ও পরিবেশ রক্ষার জন্য এক কোটি গাছ লাগানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান রাওমান স্মিতা। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য পরিবেশ শিক্ষামূলক ক্যাম্পেই শুরু করবেন বলেও জানান।
আজকালের খবর/আরইউ