বুধবার ৪ অক্টোবর ২০২৩
সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১১৮তম
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:৩১ PM
আজ ২০ মার্চ বিশ্ব সুখ দিবস। প্রতিবছর এই দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩। 

তালিকায় ১৩৭টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে আছে ফিনল্যান্ড। এতে ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৯৪তম ছিল।

আর এবারের সুখী দেশের তালিকায় তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল দেশটি।

শীর্ষ ১০টি সুখী দেশ

সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড, দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ ইসরায়েল, পঞ্চম নেদারল্যান্ডস, ষষ্ঠ  সুইডেন, সপ্তম নরওয়ে, অষ্টম সুইজারল্যান্ড,  নবম লুক্সেমবার্গ ও দশম নিউজিল্যান্ড।

দক্ষিণ এশিয়ার ও অন্যান্য দেশ 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮ তম, পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম আর বাংলাদেশের অবস্থান ১১৮তম।

অন্যদিকে সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান।

তালিকায় কানাডা ১৩তম, যুক্তরাষ্ট্র ১৫ ও যুক্তরাজ্য ১৯তম। আর যুদ্ধকবলিত ইউক্রেন ৯২তম অবস্থানে আছে। রাশিয়া ৭০তম অবস্থানে রয়েছে।

সুখী দেশের তালিকা যেভাবে করা হয়

সুখী দেশের তালিকা করতে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনা করা হয়।

সূত্র: সিএনএন

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আরও কমলো সোনার দাম
বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
ফেনীতে বিএনপির রোডমার্চে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
শ্বাসরুদ্ধকর ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft