বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
নতুন জঙ্গি সংগঠনের সামরিক প্রধানসহ দুই জন গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১১:১২ AM আপডেট: ২৩.০১.২০২৩ ১১:৩০ AM
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গোলাগুলির পর নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫।

কক্সবাজার র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাতুল আনসারের আস্তানা শনাক্তের পর ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে বাহিনী। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি।

তিনি আরও জানান, গোলাগুলির একপর্যায়ের র‌্যাব চার পাশ থেকে ঘিরে ফেলে জঙ্গিদের ধরতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

এঘটনায় পরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছেন র‍্যাব।

আজকালের খবর/এসএইচ