বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
ফুলবাড়ীতে আমরা করব জয় সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতিসভা
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:২৪ PM আপডেট: ১৫.০১.২০২৩ ৪:২৭ PM
দিনাজপুরে ফুলবাড়ীতে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার আত্মপ্রকাশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার পৌরএলাকার কাঁটাবাড়িস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ।

এতে সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি শাকিল ইসলাম, কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অনন্যা প্রামানিক, সদস্য মিনহাজ উদ্দিন সজল, সদস্য শর্মিলী ছন্দা, সদস্য জাহিদ হাসান, সদস্য আমিনুল ইসলাম আকাশ, সদস্য আরিয়ান বাবু প্রমুখ। 

শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সোহেল রানাকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট বর্ষপূতি উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংগঠনের সহসভাপতি শাকিল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অনন্যা প্রামানিক, সদস্য শর্মিলী ছন্দা ও সদস্য আমিনুল ইসলাম। এছাড়াও বর্ষপূতি পালনকল্পে পৃথক পৃথক উপকমিটি গঠন করা হয়। 

সভায় আগামী ১৫ ফেব্রুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে পৃথক পৃথক প্রতিযোগিতা, পিঠা উৎসব আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানসহ অন্যান্য কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।  

আজকালের খবর/ওআর