বুধবার ৪ অক্টোবর ২০২৩
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের একচেটিয়া জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:০০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের একচেটিয়া জয় হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে নীল দল। শুধু একটি সহসভাপতি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল। সাদা দলের একমাত্র বিজয়ী হলেন দলের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। তিনি পেয়েছেন ৬৭৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাবে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এর আগে তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ভোট পেয়েছেন ৮১৯টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী ড. আ ক ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা। তিনি পেয়েছেন ৭১২ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান ৮২৮ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী ব্যবসায় প্রশাসন ইনিস্টিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন পেয়েছেন ৪৬১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক পেয়েছেন ৮৪৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।

সদস্য পদে নীলদলের বিজয়ী ১০ জন হলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, প্রাণিবিদ্যা বিভাগেী অধ্যপক ড. শারমীন মুসা, চন্দ্রনাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এম আমজাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদ রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. কামরুল এহছান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, আলী আক্কাস এবং শরীফ আখতারুজ্জামান।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
নোয়াখালীতে একক আয়োজনে একসঙ্গে ১০ জুটির বিয়ে
নোয়াখালীতে ১০ তরুণ-তরুণীর গণবিয়ে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft